নবী (সা.) বলেছেন, “আমি প্রজ্ঞার ঘর আলী তার দরজা।”
[ ইবনে জারির ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। মুত্তাকী হিন্দী তাঁর ‘কানযুল উম্মাল’ গ্রন্থের ৬ষ্ঠ খণ্ডের ৪০১ পৃষ্ঠায় হাদীসটি বর্ণনা করে বলেছেন, “ইবনে জারির বলেছেন: এই হাদীসটি আমাদের দৃষ্টিতে সহীহ সনদে বর্ণিত...” এবং জালালুদ্দিন সুয়ূতী ‘ জামেয়ুল জাওয়ামেহ্’ ও ‘ জামেয়ুস সাগীর’ গ্রন্থে তিরমিযী হতে হাদীসটি বর্ণনা করেছেন। জামেয়ুস্ সাগীর, ১ম খণ্ড, ১৭০ পৃষ্ঠা।]